Beta

বঙ্গবন্ধু হাইটেক সিটি: ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদির ‘ডাটাভোল্ট’

সৌদি আরবের খ্যাতনামা ডাটা সেন্টার প্রস্তুত ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ডাটাভোল্ট’ গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ১০০ মিলিয়ন ডলার ব্যয়ে ডাটা সেন্টার স্থাপন করবে।

প্রতিষ্ঠানটির চিফ স্ট্যাট্রেজি অফিসার আয়াদ আল আমরি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গুলশান রেনেসাঁস হোটেলে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে এ ঘোষণা দেন।

হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে হাইটেক সিটিতে তিন একর জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। প্রতিষ্ঠানটি এ জমিতেই অত্যাধুনিক ডাটা সেন্টার স্থাপন করবে বলেও জানিয়েছে।

হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটিকে হাইটেক সিটিতে তিন একর জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। প্রতিষ্ঠানটি এ জমিতেই অত্যাধুনিক ডাটা সেন্টার স্থাপন করবে বলেও জানিয়েছে।

এ সময় বাংলাদেশের আইসিটিসহ অন্যান্য খাতে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহসহ ডাটাভোল্ট ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top