Beta

রংপুরে ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে হাইটেক পার্ক

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান বাড়াতে ১৫০ কোটি টাকা ব্যয়ে রংপুরে নির্মাণ করা হচ্ছে আইসিটি ভিলেজ বা হাইটেক পার্ক। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতীয় অর্থায়নে রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের খলিশাকুড়ি এলাকায় আট একর জায়গাজুড়ে এই পার্কটির নির্মাণকাজ চলমান রয়েছে।

২০১৭ সালের ২৫ এপ্রিল হাই-টেক পার্ক নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়।

২০১৮ সালে প্রকল্পটির কার্যাদেশ দেয়া হলেও নানা কারণে তা থমকে যায় এবং  ২০২০ সালের জুনে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়। পরে ২০২২ সালের ২৬ মে রংপুর হাইটেক পার্ক প্রকল্পের কাজটি আবারও পুরোদমে শুরু হয়।

সূত্র জানায়, এ পার্কে নির্মিত হবে একটি সাততলাবিশিষ্ট স্টিলের মাল্টিটেনেন্ট ভবন। তিনতলাবিশিষ্ট একটি ডরমেটরি ভবনসহ বেশকিছু স্থাপনা রয়েছে। এখানে থাকবে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা, যেখানে দেশি-বিদেশি উদ্যোক্তারা সফটওয়্যার, অ্যাপ, গেমস ও কার্টুন নির্মাণ করবেন। সেইসঙ্গে কল সেন্টার প্রতিষ্ঠিত হবে। তরুণ-তরুণীরা এখান থেকে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে হাইটেক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি ভিলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রকল্পটি বাস্তবায়িত হলে পাঁচ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানসহ রংপুর অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top