Beta

বঙ্গবন্ধু অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু’-অ্যাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে এই অ্যাপের উদ্বোধন করেন তিনি। শেখ হাসিনা জানান, এই অ্যাপের মাধ্যমে সহজেই মানুষ জাতির পিতার কর্মময় জীবন সম্পর্কে জানার সুযোগ পাবে। সেই সাথে স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার ডিজিটাল প্লাটফর্ম তৈরি হয়েছে।

এ সময় এই মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে অনুপ্রেরণামূলক দিক নির্দেশনা প্রদান করেন সরকারপ্রধান। অনুষ্ঠানে আন্যান্যদের উপস্থিত ছিলেন এস এম ফারুকী হাসান, রাজী মোহাম্মদ ফখরুল, লুৎফুর রহমান, রেজাউল মাকসুদ জাহেদী, লে. কমান্ডার মসিউল, জামিলুর রহমান, মো সুমন মিয়া প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top